পায়েস খেতে ইচ্ছা করছে তাহলে খুব অল্প সময়ের মধ্যে নিজের হাতে পায়েস করা শিখে নিন এবং বাড়ির লোককে চমক লাগিয়ে দিন 🤫🤫

                        পায়েস প্রস্তুতি
উপকরণ:- গোবিন্দভোগ চাল,দুধ, কিসমিস, কাজুবাদাম,এলাচ, তেজপাতা, চিনি,ঘি।

সরঞ্জাম:- কড়াই,পাত্র, খুন্তি,হাতা।

প্রনালী:- প্রথমে দুধ (১লি)ফুটিয়ে নিয়ে (500ml) করতে হবে। এরপর কড়াইতে অল্প ঘি দিয়ে চাল ভালোমতো ভেজে নিতে হবে।চাল ভালো করে ভাজা হয়ে গেলে ঘন করা দুধের মধ্যে মেশাতে হবে। তারপর তেজপাতা ও পরিমাণ মতো চিনি মেশাতে হবে।চাল সেদ্ধ হয়ে গেলে কিসমিস, কাজুবাদাম, এলাচ মিশিয়ে লাবিয়ে নিলেই পায়েস রেডি।

উপকার:- পায়েস হলো উচ্চ ক্যালোরিযুক্ত, কার্বোহাইড্রেট ও ফ্যাটযুক্ত খাদ্য।এর মধ্যে দুধ ও চালের সংমিশ্রণ ঘটায় এটি প্রোটিন, কার্বোহাইড্রেট,ও ক্যালোরির ঘাটতি পূরণ করে।পায়েস বাড়ন্ত বাচ্চাদের, স্কুল পড়ুয়াদের, গর্ভবতী ও স্তন্যাদাত্রী মায়েদের পক্ষে বিশেষ উপযোগী।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাড়িতে বসে খুব অল্প সময়ে সবার জন্য ধনেপাতার রূটি তৈরি করে ফেলুন 🤫🤫 এই শীতে তো অবশ্যই একবার রেসিপিটা বানিয়ে খান।এটি কোষ্ঠকাঠিন্য রোগীদের জন্য খুবই উপকারী।

আপনি নিজে নিজে বাড়িতে বসে খুব অল্প সময়ে সুজির পায়েস তৈরি করা শিখে নিন 🤫🤫

বাড়িতে বসে খুব অল্প সময়ে বাচ্চাদের জন্য সকালের নাস্তা তৈরী করে ফেলুন 🤫🤫